কর্মজীবন

মোঃ মোশিউর রহমান আতিকের অনেক পরিচয়পত্র রয়েছে একজন বিষয়বস্তু নির্মাতা, সমাজকর্মী, সাংবাদিক, উদ্যোক্তা, সামাজিক ব্লগার, লেখক। কিন্তু তিনি একজন সমাজকর্মী, সাংবাদিক ও উদ্যোক্তা হিসেবে তার কর্মজীবনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি আল ইসলাহ ইসলামিক অর্গানাইজেশনের মহাসচিব। ইউটিউবে তার MRA Production নামে একটি জনপ্রিয় চ্যানেল রয়েছে। এছাড়াও তার নিজের নামে এবং বিভিন্ন নামে ফেসবুক পেজ রয়েছে। তিনি আল মুনাদিয়ার সম্পাদক ও শিক্ষা আল মুনাদিয়ার পরিচালক। তিনি বাজিতপুর সমাচার ও বাজিতপুর প্রতিদিন পত্রিকার সাংবাদিক। অভাবী মানুষকে সাহায্য করার জন্য তিনি মানবতার জুড়ি নামে একটি প্রকল্প শুরু করেছেন।