আমার সম্পর্কে

 


মোশিউর রহমান আতিক হচ্ছেন দেশের একজন খ‍্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল ওয়ার্কার। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এর সঙ্গে জড়িয়ে আছেন। বতর্মানে আল-ইসলাহ্ ইসলামী সংগঠনের মহাসচিব পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার মাধ্যমে ইসলামিক ইউটিউব চ‍্যানেল "PURE WAZ BD" এবং তার নিজের নামে ফেসবুক পেইজ এবং PURE WAZ BD নামে ফেসবুক পেইজ পরিচালিত হয়ে থাকে।