মুক্ত বাতাসের খোঁজে ইসলামিক বই | Islamic Book Pdf Download

 


এই পিডিএফ সবার জন্য উন্মুক্ত ইনশা আল্লাহ। এর জন্য ভুলেও কাউকে কোনো টাকা পয়সা দেবেননা। এই পিডিএফ ছাড়া অন্য যেসব পিডিএফ আছে বা হবে সেগুলোর ব্যাপারে কোন অনুমোদন নেই, এবং এগুলো আমাদের না জানিয়ে, বিনা অনুমতিতে ছাড়া হয়েছে বা হবে।

পিডিএফ তো পড়বেন অবশ্যই, কিন্তু যারা লস্টমডেস্টির কাজ সাপোর্ট করেন তারা বই কেনার মাধ্যমেও আমাদের পথচলা সহজ করতে পারবেন, যাতে করে আমরা এ কাজটা চালিয়ে যেতে পারি। ইনশা আল্লাহ।

আমাদের জন্য প্রচুর দু'আ করবেন। আমরা যেন রিয়া মুক্ত থেকে সকল মিথ্যে মাবুদের গোলামি ছেড়ে এক আল্লাহর দ্বীনের খেদমত করে যেতে পারি আজীবন। অনুরোধ থাকবে পিডিএফটি বেশি বেশি শেয়ার করার। আপনি যদি আপনার দশজন বন্ধুকেও এই পিডিএফের ব্যাপারে জানান তাহলে ইনশা আল্লাহ বাংলার প্রত্যেক পর্ন মাস্টারবেশনে আসক্তদের হাতে একদিন এই বই পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।



পিডিএফ লিংক

পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট