বিটিএস এক উন্মাদনার নাম। প্রতিষ্ঠার শুরু থেকে একের পর এক নতুন এ্যালবাম প্রকাশ করে রেকর্ড বই উলট-পালট করে চলছে এই ব্যান্ড দলটি। মূলত দক্ষিণ কোরিয়ার কে-পপ, হিপ-হপ, আর এন্ড বি, ইডিএম ধাঁচের ব্যান্ড দল এটি, যা পরিচিত বাংতান বয়েজ নামে...
- BTS দের গান গুলা সামাজিক হলেও, এদের গানের কিছু স্লো-মোশন ভিডিও, এদের অঙ্গী-ভঙ্গি এবং এদের
ড্রেস-আপ আপনাকে এদের ফ্যান হতে বাধ্য করে যা
একধরনের ব্রেইন-ওয়াশ করা হচ্ছে। কিছু দিন আগে দেখি Abrarul Haque Asif সাহেব BTS এর বিরুদ্ধে কথা বলায় তাকে অনেক মুসলিম ভাই বোনদের গাল-মন্দ শুনতে হয়। পরে সম্ভবত একটা ভুলের কারনে, তিনি Vedio টি ডিলেট করতে বাধ্য হন।
- PUBG, FREE FIRE, TIKTOK নিয়ে মিডিয়া কথা বললেও, BTS ব্রেন্ড নিয়ে চুপ। কারন BTS সরাসরি সামাজিক কাজে সম্পর্কিত থাকলেও, মানুষের অগোচরে অধিকাংশ মেয়েদের কাছে একটা নেশার নাম BTS, যা Virus এর মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। বিশ্বাস না হলে BTS ফ্যানদের পরীক্ষা করে দেখতে পারেন। কিছু মেয়েদের স্ট্যাটাস দেখে বুঝলাম, এই নেশার কারনে অনেক মেয়ে নিজ দেশের ছেলেদের প্রতি আকর্ষণ হারাচ্ছে।
----- চলুন এবার ইসলাম দিয়ে ব্যাখ্যা করিঃ-
- BTS কেনো হারাম ?🚫
- একজন মুসলিম হিসেবে কেনো BTS ত্যাগ করা দরকার।
- ঐসব পুরুষদের... রাসুল (সঃ) অভিশপ্ত করেছেন যারা
পুরুষ হয়েও নারীর বেশভূষা ও চলাফেরায় নারীদের সাজ অনুসরণ করেন।
[ আবু দাউদ - ৪০৯৭..ইবনে মাজাহ - ১৯০৪ ]
- যেসব চিহ্ন BTS সদস্যদের মধ্যে পাওয়া যায় - নাক, কান ফোরানো, মেয়েদের মত সাজ-সজ্জা ইত্যাদি।
রাসুল (সঃ) বলেন - কিয়ামতের দিন তাদের সাথেই তোমাদের হিসাব হবে যাদের তোমরা ভালোবাসবে
[ বুখারী - ৩৬৮৮ ]
- এখন আপনিই বলুন, একজন মুসলিম হয়ে আপনি কি চাইবেন হাশরের ময়দানে বিধর্মীদের কাতারে দাড়াতে ?😐
- BTS এর ব্যাপারে অল্প কিছু বিষয় তুলে ধরলাম...
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন....আমিন🤲